ঘোড়দৌড় দেখতে গিয়ে ঘোড়ার পায়ের আঘাতে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ২৩ মার্চ ২০২১

ফরিদপুরের আলফাডাঙ্গায় ঘোড়দৌড় দেখতে গিয়ে ঘোড়ার পায়ের আঘাতে আব্দুল মান্নান তালুকদার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মার্চ) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুল মান্নান আলফাডাঙ্গার সদর ইউনিয়নের জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃদ্ধের মৃত্যু সম্পর্কে আমাকে অবগত করা হয়েছে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৬ মার্চ) বিকালে আলফাডাঙ্গার সদর ইউনিয়নের বিদ্যাধর-ব্রাহ্মণ জাটিগ্রাম মাঠে এক ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে আলফাডাঙ্গা ইউনিয়ন যুবলীগ। সেখানে প্রতিযোগিতা দেখতে যান বৃদ্ধ আব্দুল মান্নান তালুকদার।

একপর্যায়ে দৌড়ে অন্য জায়গায় যাওয়ার সময় ঘোড়ার পায়ের নিচে পড়েন তিনি। এসময় তিনি মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।