বিদ্যুৎ বিল দিতে গিয়ে সড়কে ঝরল যুবকের প্রাণ
ফাইল ছবি
সুনামগঞ্জের ছাতকে বিদ্যুৎ বিল দিতে গিয়ে রাস্তা সংস্কারের কাজে নিয়োজিত ঠিকাদারের বিটুমিনবাহী গাড়ি ধাক্কায় আবু বক্কর (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন পল্লী বিদ্যুৎ কার্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরজ্ঞাতি গ্রামের ফুরুধন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুৎ কার্যালয়ে বিদ্যুৎ বিল দিতে আসা আবু বক্করকে রাস্তা সংস্কারের কাজে নিয়োজিত ঠিকাদারের বিটুমিনবাহী গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
জাউয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. মকসুদুল আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লিপসন আহমেদ/এসজে/এএসএম