স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সাভার সেনানিবাসে বর্ণাঢ্য র‍্যালি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার
প্রকাশিত: ০৪:১২ পিএম, ২৭ মার্চ ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করে সেনাবাহিনী। শনিবার (২৭ মার্চ) সাভার সেনানিবাসে বেলুন ও পায়রা উড়িয়ে র‍্যালির উদ্বোধন করেন নবম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল শাহীনুল হক।

jagonews24

র‍্যালিটি সেনানিবাসের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশিক্ষণ মাঠে এসে শেষ হয়। এসময় নবম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক স্বাগত বক্তব্য রাখেন।

র‍্যালিতে সাভার সেনানিবাসে কর্মরত সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আল-মামুন /আরএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।