‘পথচারীকে’ পেটালেন যুবলীগের নেতাকর্মীরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:০০ পিএম, ২৮ মার্চ ২০২১

সুনামগঞ্জে হেফাজতে ইসলামের কর্মী মনে করে এক পথচারীকে পিটিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা।

জানা যায়, রোববার (২৮ মার্চ) দুপুরে শহরের আলফাত স্কয়ার পয়েন্টে যুবলীগের নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় এক পথচারী সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক সে সময় যুবলীগের নেতাকর্মীরা দৌড়ে এসে তাকে মারধর করতে থাকেন। পুলিশ তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পৌর মার্কেট এলাকায় গিয়ে ছেড়ে দেয়।

jagonews24

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জাগো নিউজকে বলেন, শহরে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে সেই জন্য আমরা সকাল থেকে মাঠে রয়েছি। তবে পাঞ্জাবি পরিহিত এক তরুণ রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তাকে হেফাজতের কর্মী মনে করে মারধর করা হয়। পরে আমরা তাকে উদ্ধার করি।’

এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।