হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে ৪শ’ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ২৮ মার্চ ২০২১

হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ২৩ জনের নাম উল্লেখসহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার (২৮ মার্চ) বিকেলে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় গ্রেফতার ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (২৭ মার্চ) পুলিশের ওপর হামলার ঘটনায় মোট ১০ জনকে আটক করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে হামলার সঙ্গে চারজনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

ছাড়া পাওয়া চারজন হলেন-সাবেক পৌর মেয়র জি কে গউছের ছেলে ব্যারিস্টার মঞ্জুরুল কিবরিয়া প্রীতম ও ভাতিজা আদনান ফারহাদ রাফিদ এবং দুজন হিন্দু শ্রমিক।

জি কে গউছের ভাই জি কে গফ্ফারসহ বাকি ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।