গাছে বেঁধে ময়দা-ডিম-রঙ মাখিয়ে বন্ধুর জন্মদিন উদযাপন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৯ মার্চ ২০২১
গাছে বেঁধে বন্ধুর গায়ে ময়দা, ডিম ও রঙ মাখিয়ে জন্মদিন উদযাপন করলো ছয় বন্ধু

নাটোরের সিংড়া উপজেলায় স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী কায়দায় এক বন্ধুর ১৭ তম জন্মদিন উদযাপন করলো অপর ছয় বন্ধু। ১০ শ্রেণির ওই ছাত্রকে একটি গাছের সঙ্গে বেঁধে তার গায়ে ময়দা, ডিম ও রঙ মাখানো হয়।

রোববার (২৯ মার্চ) সকাল ১০টায় উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। তবে বিষয়টিকে স্বাভাবিকভাবে নেননি সচেতন নাগরিক ও অভিভাবক মহল।

ফারহানা ফ্লোরা নামে একজন অভিভাবক জানান, এটা মজা না, সামাজিক অবক্ষয়। এদেরকে এখনই থামাতে হবে।

jagonews24

মেহেদি হাসান ও মাজেদুর রহমান নামের দুজন ব্যক্তি বলেন, এহেন কর্মকাণ্ড প্রমাণ করে সুস্থ মস্তিষ্কের বড়ই অভাব। এসব নোংরামি বন্ধ করা উচিত।

সাংবাদিক ও মানবাধিকারকর্মী এনামুল হক বাদশা বলেন, এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক। এটা চরম সামাজিক ও নৈতিক অবক্ষয়। এমন কর্মকাণ্ড থেকে নতুন প্রজন্মকে বিরত থাকতে হবে। তবেই সম্ভব সুন্দর, শিক্ষিত সমাজ গড়ে তোলা।

রেজাউল করিম রেজা/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।