আজমিরীগঞ্জে হেফাজত-পুলিশ সংঘর্ষে ৪০০ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ২৯ মার্চ ২০২১

হবিগঞ্জের আজমিরীগঞ্জে হেফাজত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ২৬ জনের নাম উল্লেখ করে ৪০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার (২৯ মার্চ) আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত তালুকদার বাদী হয়ে মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম।

তিনি জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তিনিসহ আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, রোববার (২৮ মার্চ) আজমিরীগঞ্জে হেফাজত-পুলিশ সংঘর্ষে ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। এসময় ওসির গাড়ি ভাঙচুর করেন বিক্ষোভকারীরা

এছাড়া সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিজাম উদ্দিনসহ দুইজন দারোগার মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়া হয়। হামলায় আহত ওসি নূরুল ইসলাম, এসআই পুনয়েল ও এসআই নজিবরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।