ভ্যাকসিন নিয়েও করোনায় আক্রান্ত এমপি মজিদ খান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ৩০ মার্চ ২০২১

হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মজিদ খান করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (২৯ মার্চ) রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি চিকিৎসার জন্য ঢাকায় রয়েছেন।

এর আগে সোমবার দুপুরে তিনি আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়নে একটি স্কুলের ভবন উদ্বোধন করেন। পরে স্থানীয় বাজারে এক পথসভায় বক্তৃতা করেন। একইদিন তিনি বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।

এমপি মজিদ খানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার ব্যক্তিগত সহকারী মো. সেলিম উদ্দিন বলেন, কয়েকদিন ধরে এমপি আব্দুল মজিদ খান হালকা জ্বর ও সর্দি অনুভব করছিলেন। রোববার (২৮ মার্চ) তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সোমবার রাতে তার রিপোর্ট পজিটিভ আসে।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি তিনি বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে নিজে ভ্যাকসিন গ্রহণ করে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।