শায়েস্তাগঞ্জে ঝড়-শিলাবৃষ্টি : বিদ্যুৎবিহীন পুরো উপজেলা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ১২:৪৭ এএম, ৩১ মার্চ ২০২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কালবৈশাখী ঝড়সহ শিলা বৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) রাত ১০টা থেকে শুরু হয় প্রবল ধমকা হাওয়া। এর কিছুক্ষণ পরেই প্রবল ঝড় শুরু হলে শুরু হয় শিলাবৃষ্টি। প্রায় এক ঘণ্টার ঝড়-বৃষ্টির পুরো ১০ মিনিট শিলাবৃষ্টি হয়েছে। শায়েস্তাগঞ্জের বিভিন্ন স্থানে প্রবল ঝড়ে গাছপালা উপড়ে পড়েছে।

জানা গেছে, উপজেলার বিভিন্ন গ্রামে গাছপালা ভেঙে পড়েছে। কাচা ঘর-বাড়ির ক্ষয়-ক্ষতি হয়েছে। হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন সড়কে অসংখ্য গাছ পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। স্থানীয় লোকজন সড়ক থেকে গাছ সরিয়ে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন।

এছাড়া বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় পুরো উপজেলা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। রাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম বলে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কৃর্তপক্ষ নিশ্চিত করেছে।

এদিকে শিলাবৃষ্টিজনিত কারণে ফসলের বেশ ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। শিলাবৃষ্টিতে আমের মুকুলেরও ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সংশ্লিষ্টরা বলছেন, এই মৌসুমে শুধু বৃষ্টি হলে ফসলি জমির জন্য বেশ উপকার হতো। আর কিছুদিনের মধ্যেই জমিতে ধান গজাবে। কিন্তু শিলাবৃষ্টির কারণে অনেক ধানগাছ জমিতে মিশে গেছে। এতে করে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন কৃষকরা।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর বলেন, ‘শিলাবৃষ্টিতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তারপরও যদি কোনো কৃষকের ক্ষতি হয়ে থাকে তাহলে ক্ষতিপূরণের ব্যবস্থা করবো।’

কামরুজ্জামান আল রিয়াদ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।