সপরিবারে করোনায় আক্রান্ত নেত্রকোনা পৌরসভার মেয়র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ০২ এপ্রিল ২০২১

সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান। শুক্রবার (২ এপ্রিল) জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিয়া তাদের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।

নেত্রকোনা সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল কবীর রিয়াদ বলেন, জেলা সদর হাসপাতালে শুক্রবার নজরুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করা হয়। এতে তিনি, তার স্ত্রী জাকিয়া আক্তার ও ছেলে জারিফ খান কোভিড পজেটিভ রোগী হিসেবে শনাক্ত হন। এর দুইদিন আগে শনাক্ত হন তার অপর দুই ছেলে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামিউল ইসলাম খান জামি ও সাদ খান। এছাড়া জামির শিশুপুত্র আজওয়াদ ইসলাম খানও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, জামি, সাদ ও আজওয়াদ ইসলাম ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নতুন করে আক্রান্ত হলে নজরুল ইসলাম খান, জাকিয়া আক্তার ও জারিফ খানকেও বিশেষ ব্যবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার (১ এপ্রিল) নতুন করে আরও চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। জেলায় মোট শনাক্ত ৯১৫ জন। জেলায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জন।

এইচ এম কামাল/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।