শুরুর আগেই স্থগিত রাজশাহীর বইমেলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ০২ এপ্রিল ২০২১

রাজশাহী কালেক্টরেট মাঠে ১ থেকে ৫ এপ্রিল আয়োজন করার কথা ছিল রাজশাহী বইমেলার। কিন্তু দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় বইমেলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পাঁচদিনের এই বইমেলার আয়োজন করা হয়েছিল।

বইমেলাটির আয়োজনে ছিল রাজশাহী জেলা প্রশাসন। এতে পৃষ্টপোষকতা করছে জাতীয় গ্রন্থাগার ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলাটি সবার জন্য উন্মুক্ত ছিল।

তবে শুক্রবার (২ এপ্রিল) বিকেলে রাজশাহী জেলা প্রশাসক বইমেলার স্থগিতকরণের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মন্ত্রণালয় থেকে ২৯ তারিখে চিঠি আসে করোনা নিয়ন্ত্রণের বিষয়ে। এতে জনসমাগম সীমিত রাখা ও মাস্ক পরিধানপূর্বক স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে নির্দেশনা কিছু নির্দেশনা আসে। এরই পরিপ্রেক্ষিতে ৩১ মার্চ একটি জরুরি মিটিং হয়। এতে সিদ্ধান্ত হয়- কোনো মেলাই হবে না।’

তিনি আরও বলেন, ‘মূলত করোনার কারণেই বইমেলা উদ্বোধনের আগেই স্থগিতাদেশ প্রদান করা হয়েছে।’

সূর্যকিরণ সংস্থায় স্বেচ্ছাসেবী হিসেবে কর্মরত কিশোর জুলফিকার নাঈম বলে, ‘খুব আশা করে বসেছিলাম বইমেলা হলে হয়তো সেটা উপভোগ করব। আর নিজের পচ্ছন্দের বেশ কিছু বইও কিনব। কিন্তু করোনায় তা ভেস্তে গেল। এখন অপেক্ষা ছাড়া কিছুই করার নেই।’

বইমেলা স্থগিত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী কেন্দ্রীয় কিশোর পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. সোহাগ আলী। তিনি বলেন, ‘দিন যত গড়াচ্ছে শিশু-কিশোররা যান্ত্রিকতায় ঝুঁকে পড়ছে। এই যান্ত্রিকতা থেকে বের হয়ে আসার ভালো উপায় হচ্ছে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা। বই হচ্ছে তার মধ্যে অন্যতম। বইমেলাটি হলে হয়তোবা অনেক শিশু-কিশোর, তরুণ-তরুণী মেলায় গিয়ে বই কিনতো এবং বইয়ের মধ্যে থাকা মজা উপলব্ধি করত। আশা করি, করোনার প্রকোপ কাটিয়ে অচিরেই যেন স্থগিত বইমেলার পুনঃআয়োজন হয়।’

রাজশাহী বইমেলা স্থগিতের বিষয়ে বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন, সরকারের প্রজ্ঞাপনের নির্দেশনার মধ্যে মেলা আয়োজন স্থগিত রাখার কথা বলা হয়েছে। তাই মেলাটি আপাতত স্থগিত থাকবে। ১৪ দিন পরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে, পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জনসাধারণকে পর্যটন, বিনোদন কেন্দ্র, সিনেমা হল, থিয়েটারসহ গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে জনসমাগম সীমিত রাখার জন্য আহ্বান জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।