শায়েস্তাগঞ্জে অবৈধ ফার্নিচারসহ ট্রাক জব্দ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০৩ এপ্রিল ২০২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকভর্তি অবৈধ ফার্নিচার আটক করেছে বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ি। শনিবার (৩ এপ্রিল) ভোর ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জের গংগা নগর থেকে এ ফার্নিচার জব্দ করা হয়। এ ফার্নিচারের আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা।

জানা যায়, শনিবার ভোর ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গংগানগরে শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির সহকারী কর্মকর্তা মো. আহমদ আলীর, মো. জাকির হোসেন, রেঞ্জ সহযোগী কর্মকর্তা মো. ইসাক আলী, আশরাফ আলী, নজরুল ইসলাম।

jagonews24

এসময় অবৈধভাবে পরিবহনকালে ট্রাকভর্তি ফার্নিচারসহ (ঢাকা মেট্রো-ট ২০-৯৮৯৮) গাড়ি ও ফার্নিচার জব্দ করা হয়। ট্রাকটি নরসিংদী থেকে অবৈধ ফার্নিচারসহ সিলেটের দিকে যাচ্ছিল।

শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির সহকারী কর্মকর্তা মো. আহমদ আলী বলেন, এ ঘটনায় বন আইনে মামলা করা হয়েছে। ট্রাকের চালক পলাতক রয়েছেন।

কামরুজ্জামান আল রিয়াদ/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।