করোনায় আক্রান্ত এমপি মিলাদ গাজী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ০৪ এপ্রিল ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।

রোববার (৪ এপ্রিল) এমপি মিলাদ গাজীর ভাই সাহেদ গাজী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার (৩ এপ্রিল) সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, তার ছেলে গাজী মোহাম্মদ ফাওয়াজ ও তার স্ত্রী ইফফাত জাহান চৌধুরীর করোনা রিপোর্ট পজেটিভ আসে। এরপর থেকেই তারা ঢাকার বাসায় আইসোলেশনে যান। তাদের শারীরিক অবস্থা ভাল আছে। তবে কারও মধ্যে করোনার কোনো লক্ষণ নেই। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।