মার্কেট খোলার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ০৫ এপ্রিল ২০২১
ফাইল ছবি

মার্কেট খুলে দেয়ার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। সোমবার (৫ এপ্রিল) দুপুর ১টায় মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার শিমরাইল মোড়ে হাজী আসহান উল্লাহ সুপার মার্কেটের সামনের সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন ব্যবসায়ীরা।

এসময় তারা লকডাউন প্রত্যাহার ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান। খবর পেয়ে পুলিশ এসে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।

মিলন হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, ‘লাখ লাখ টাকার মালামাল এনেছি। এভাবে মার্কেট বন্ধ থাকলে কীভাবে পাওনাদারদের টাকা পরিশোধ করবো, কীভাবে কর্মচারীদের বেতন দেব?’

নজরুল নামে আরেক ব্যবসায়ী বলেন, ‘আমরা কোনো লকডাউন চাই না। পবিত্র রমজান মাস ও ঈদ সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখার দাবি জানাই।’

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘কয়েকজন লোক জড়ো হয়েছিল। পুলিশ এসে তাদের সরিয়ে দিয়েছে।’

উল্লেখ্য, দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সোমবার (৫ এপ্রিল) থেকে আগামী এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এস কে শাওন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।