হবিগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ১৬ মামলা, জরিমানা
হবিগঞ্জে লকডাউনে অতিরিক্ত যাত্রী নিয়ে গণপরিবহনে চলাচল ও স্বাস্থ্যবিধি না মানায় ১৬ মামলায় ৩২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ এপ্রিল) ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জহুরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ নির্দেশ দেন।
সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিন স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে ছিলেন উপজেলা প্রশাসন। দিনভার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) মাঠে থেকে অভিযান পরিচালনা করেন। তারা সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনে ১৬ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জহুরা বলেন, ‘করোনা প্রতিরোধে সবার সহযোগিতা প্রয়োজন। সবাই সরকারি নির্দেশনা মেনে চলে সুরক্ষা নিশ্চিত করতে হবে। সরকারি নির্দেশনা না মানলে তা কঠোরভাবে বাস্তবায়নে প্রশাসন মাঠে থাকবে।’
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এএসএম