ময়মনসিংহ মেডিকেলে করোনায় দু’জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০২:২৩ পিএম, ০৭ এপ্রিল ২০২১

করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) জাকিউল ইসলাম।

তিনি বলেন, বুধবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে রাফিজা বেগম (৬০) নামে এক বৃদ্ধা করোনা আক্রান্ত হয়ে মারা যান। তিনি নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকার বাসিন্দা। তিনি ডায়াবেটিস ও হাইপারটেশন রোগেও ভুগছিলেন। গত কয়েকদিন যাবৎ রাফিজা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এরআগে মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে অমল সরকার নামে আরেক করোনা রোগীর মৃত্যু হয়েছে এ হাসপাতালে। তিনিও কয়েকদিন যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত ৬৬ জনের ৫২ জনই ময়মনসিংহ সিটি ও সদর উপজেলার বাসিন্দা। এছাড়া নান্দাইলে ১ জন, ঈশ্বরগঞ্জে ১ জন, ধোবাউড়ায় ১ জন, মুক্তাগাছায় ২ জন, ত্রিশালে ২ জন, ভালুকায় ৬ জন ও গফরগাঁওয়ে ১ জন শনাক্ত হয়েছেন।

এ পর্যন্ত জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ৬১ জনের। মোট শনাক্ত হয়েছে ৪ হাজার ৯৩৯ জনের এবং মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৮৮ জন।

মঞ্জুরুল ইসলাম/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।