‘সহিংসতায় জড়িত হেফাজতকর্মীরা কেউ ছাড় পাবে না’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১২:৪৭ এএম, ১১ এপ্রিল ২০২১

সহিংসতায় জড়িত হেফাজতে ইসলামের নেতাকর্মীরা কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।

তিনি বলেন, ‘হেফাজতের সহিংসতার ঘটনায় স্থানীয় প্রশাসনের অবহেলা রয়েছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের ওপর যে দায়িত্ব রয়েছে, তা সঠিকভাবে পালন করতে হবে।’

শনিবার (১০ এপ্রিল) বিকেলে হেফাজত ইসলামের সহিংসতায় ক্ষতিগ্রস্ত সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্ট, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, যুবলীগ ও ছাত্রলীগ নেতার বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

jagonews24.com

প্রশাসনের কর্মকর্তাদের হুশিয়ারি দিয়ে বিভাগীয় কমিশনার খলিলুর রহমান বলেন, ‘প্রশাসনের দায়িত্ব পালনে নিজের দক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হলে কিংবা সরকারে বিরুদ্ধে অবস্থান নিলে কাউকে ছাড় দেয়া হবে না। সরকার আমাদের দায়িত্ব দিয়েছেন, জনগণের জানমালের নিরাপত্তা দিতে। এতে কেউ ব্যর্থ হলে সে জায়গায় আর তাকে দায়িত্বে রাখা হবে না।’

তিনি আরও বলেন, ‘করোনা মোকাবিলায় সবাইকে সচেতন করতে হবে। ঢাকার হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফলে করোনা রোগীদের চিকিৎসায় স্থানীয় রেজিস্ট্রার্ড চিকিৎসকদের ব্যবহার করতে হবে। এছাড়াও বেসরকারি ক্লিনিকগুলোকে করোনা চিকিৎসায় প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বাড়াতে হবে। আগামীতে সরকারের দেয়া সর্বাত্মক লগডাউন সফল করে করোনার প্রর্দুভাব ঠেকাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

বিভাগীয় কমিশানারের প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন পুলিশের অতিরিক্ত মহা-পরিচালক (অপরাধ) জিহাদুল কবির, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম প্রমুখ। এসময় প্রতিনিধি দলের কর্মকর্তারা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন।

মো. শাহাদাত হোসেন/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।