চাচাতো ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মাদরাসাছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:১০ পিএম, ১১ এপ্রিল ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় চাচাতো ভাইকে বাঁচাতে গিয়ে নদীর পানিতে ডুবে সুমাইয়া আক্তার নামের এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সুমাইয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের ইসমাঈল মিয়ার মেয়ে। সে লাধুরচর হাফিজিয়া মাদরাসার মক্তব বিভাগের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, উপজেলার গোবিন্দপুর গ্রামের ইসমাঈল মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার তার চাচাতো ভাই রাফিককে নিয়ে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। এ সময় অসাবধানতাবশত রাফি নদীর পানিতে তলিয়ে যেতে থাকে। একপর্যায়ে সুমাইয়া আক্তার রাফিকে বাঁচানোর চেষ্টা করে। রাফিকে বাঁচিয়ে সুমাইয়া আক্তার নিজেই পানিতে তলিয়ে গিয়ে মারা হয়।

মো. শাহাদাত হোসেন/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।