টাইলস বসাতে মাটির ব্যবহার : তদন্ত দলের সেই থানা ভবন পরিদর্শন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ১১ এপ্রিল ২০২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ভবন পরিদর্শন করেছে পুলিশ হেড কোয়ার্টারের একটি তদন্ত দল। রোববার (১১ এপ্রিল) দুপুরে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শন টিমে নেতৃত্ব দেন পুলিশ হেড কোয়ার্টারের সহকারী মহাপরিদর্শক (এআইজি) বিধান ত্রিপুরা। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বরকত উল্লাহ খান, হাইওয়ে পুলিশের এসপি (প্রশাসন) রহমত আলী, হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ওবায়দুল ইসলাম খান প্রমুখ।

এর আগে গত ৮ এপ্রিল অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এ শায়েস্তাগঞ্জে ‘হাইওয়ে থানার নির্মাণাধীন ভবনে ফাটল, মাটি দিয়ে বসানো হচ্ছে টাইলস’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

এতে উল্লেখ করা হয়, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার নবনির্মিত ভবনের বিভিন্ন দেয়ালে ফাটল দেখা দিয়েছে। টাইলস লাগানো হয়েছে মাটি দিয়ে। এছাড়া নিম্নমানের ইট, সিমেন্ট, রড ও কাঠ ব্যবহার করা হয়েছে ভবন নির্মাণে। এসব অভিযোগ ওঠে ব্রাহ্মণবাড়িয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা কামাল নিয়াজ পার্কের বিরুদ্ধে।

এর পরপরই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। রোববার ওই ভবন পরিদর্শন শেষে তদন্ত দলের প্রধান এআইজি বিধান ত্রিপুরা বলেন, প্রাথমিক তদন্তে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভবনের কাজে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। আমরা নিম্নমানের কাঠ ও মাটি দিয়ে টাইলস লাগানোর সত্যতা পেয়েছি।

তিনি আরও জানান, নির্মাণাধীন ভবনে ব্যবহার করা বালু ও মাটি ঢাকায় নিয়ে আমরা পরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেব। ইতোমধ্যে সব টাইলস তুলে নতুন করে টাইলস লাগানোর কথা বলা হয়েছে।

কামরুজ্জামান আল রিয়াদ/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।