হেফাজতের নাশকতা মামলায় যুবদল নেতা গ্রেফতার
হেফাজতের নাশকতা মামলায় রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলুকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গোলাকান্দাইল বাসস্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও দলীয় সূত্র জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে ২৬ মার্চ ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। পরদিন এ ঘটনায় রূপগঞ্জ থানায় নাশকতার মামলা হয়। ওই মামলায় দেলোয়ার হোসেন দেলুকে গ্রেফতার করা হয়।
ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন মজুমদার বলেন, পুলিশের করা নাশকতা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, নাশকতার মামলা ছাড়াও যুবদলের এ নেতার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।
মীর আব্দুল আলীম/আরএইচ/জেআইএম