বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ১২ এপ্রিল ২০২১
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে জুয়েল নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হয়েছে। গ্রেফতার জুয়েল উপজেলার কামরানীরচর এলাকার নবী হোসেনের ছেলে।

এর আগে রোববার (১১ এপ্রিল) ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জুয়েল ওই স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরই সুবাদে তাদের মধ্যে দৈহিক সম্পর্ক হয়। সর্বশেষ ১০ এপ্রিল রাতে জুয়েল তার বাড়িতে প্রেমিকাকে ডেকে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মো. শাহাদাত হোসেন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।