ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১৪ এপ্রিল ২০২১
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত ১০টায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর পল্লী বিদ্যুৎ পাওয়ার স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিলেটের হবিগঞ্জের বেকিটেক আশারা গ্রামের মৃত সুরত আলীর ছেলে ছায়েদ মিয়া (৩০) ও একই এলাকার মৃত করিম আলীর ছেলে রহমত আলী (৩৭)।

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় মোটরসাইকেল করে ছায়েদ মিয়া ও রহমত আলী কুমিল্লা থেকে ঢাকার যাচ্ছিলেন। পথে মোগড়াপাড়ার সাদিপুর এলাকার পল্লী বিদ্যুৎ পাওয়ার স্টেশনের সামনে উল্টো পথে আসা একটি ট্রাক (ট-১৪-৮২০৭) মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেল আরোহী ট্রাকের নিচে পড়ে মারা যান।

ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যান। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

শাহাদাত হোসেন/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।