চালু হচ্ছে রামেক হাসপাতালে পড়ে থাকা পিসিআর মেশিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১৫ এপ্রিল ২০২১

প্রায় দুই মাসের অধিক সময় ধরে বন্ধ হয়ে পড়ে থাকা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পিসিআর মেশিন চালু হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

রামেক হাসপাতাল পিসিআর ল্যাব চালুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, টেকনিক্যাল ত্রুটি ও প্রয়োজনীয় জনবলের অভাবে দীর্ঘদিন ধরেই হাসপাতালের পিসিআর মেশিনটি পড়েছিল। তবে প্রয়োজনীয় জনবল পাওয়া গেছে। কিন্তু ল্যাবের কিছু টেকনিক্যাল সমস্যা এখনও রয়ে গেছে। সেটি সমাধানে কাজ চলছে। আজকের (বৃহস্পতিবার) মধ্যেই ল্যাব চালু করা যাবে আশা করা যাচ্ছে।

রামেক সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ মে রামেক হাসপাতালে পিসিআর ল্যাব চালু হয় এবং সর্বশেষ গত ৮ ফেব্রুয়ারি এ ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। বিভিন্ন জায়গা থেকে দক্ষ জনবল এনে ল্যাবটি পরিচালনা করা হতো। কিন্তু সবাই নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার পর থেকেই ল্যাবটি বন্ধ ছিল। প্রতি শিফটে ৯৪টি করে নমুনা পরীক্ষা করা হতো ল্যাবটিতে।

রামেকের উপপরিচালক জানান, এক শিফটে পিসিআর মেশিন রান করে ৯৪টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। তবে এটি দিনে দুই বার রান করা সম্ভব। তাতে ১৮৮টি দৈনিক রিপোর্ট মিলবে, তবে এর জন্য দক্ষ জনবল প্রয়োজন।

অন্যদিকে, রাজশাহী মেডিকেল কলেজের দুটি ল্যাবে চার বার পিসিআর মেশিন রান করে ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হচ্ছে। তবে সেখানে কর্তব্যরত কয়েকজন টেকনোলজিস্টদের ওপর চাপ বেড়ে গেছে। এছাড়াও করোনায় আক্রান্ত হয়েছেন ৩ জন।

রাজশাহীতে বৃহস্পতিবার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৯ জন। এছাড়া ৫৩ জন সন্দেহজনক রোগীকে আইসোলেশনে রাখা হয়েছে।

ফয়সাল আহমেদ/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।