ময়মনসিংহে বিধিনিষেধ না মানায় পৌনে ২ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ১০:১১ এএম, ১৬ এপ্রিল ২০২১

লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করায় ময়মনসিংহে ১১৮ মামলায় ১ লাখ ৭৩ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন আদালত।

fine

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, লকডাউনে দোকান খোলা রাখা, মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ১১৮ মামলায় এক লাখ ৭৩ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, জেলা শহরে প্রতিদিন ছয়টিসহ প্রতি উপজেলায় একটি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। করোনা মোকাবিলায় এমন অভিযান অব্যাহত থাকবে।

fine

জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন একজন।

মঞ্জুরুল ইসলাম/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।