সাতক্ষীরায় ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১২:১১ পিএম, ১৬ এপ্রিল ২০২১

সাতক্ষীরায় ২৭ বোতল ফেনসিডিলসহ মো. জাহিদুল ইসলাম (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে সদর উপজেলার ভাদরা গোডাউন মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. জাহিদুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের মৃত জালাল গাইনের ছেলে।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ইনচার্জ মো. বজলুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় ২৭ বোতল ফেনসিডিল, একটি মোবাইল, দুটি সিমকার্ড ও মাদক বিক্রির নগদ ৫০০ টাকাসহ মো. জাহিদুল ইসলামকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।