সুতা ব্যবসায়ীদের কার্যালয় থেকে ২২ জুয়াড়ি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ১৮ এপ্রিল ২০২১

নারায়ণগঞ্জে নগদ অর্থসহ ২২ জুয়াড়িকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। শনিবার (১৭ এপ্রিল) রাতে নগরীর টানবাজার এলাকায় সুতা ব্যবসায়ীদের সংগঠন ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশন কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছে থাকা ৩১২ পিস তাস ও নগদ দুই লাখ ৩১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

jagonews24

আটককৃতরা হলেন, সর্বজিৎ সাহা (৪৩), মো. আলমগীর (৫৬), কৃষ্ণ রায় (৪২), লিটন কুমার রায় (৪৬), মো. কমল ওরফে বাবু (৩২), মো. এনামুল (৩২), মো. হাসান জামান (৪৭), মো. নজরুল (৪৫), রিপন কুমার সাহা (৪৫), লক্ষণ সাহা (৩০), মো. হাফিজুর রহমান (৩৮), মো. সোলায়মান (৩৪), তাপস কুমার শীল (৪৭), মো. শুক্কুর মিয়া (৪৯), শ্যামল বৈদ্য (৪২), মো. আবু সাবেদ প্রিন্স (৩০), মো. জলিল খান (৫৭), মো. রুবেল (৩৪), মো.রুস্তম (৫৬), মো. মনির হোসেন (৪১), জীবন কুমার সাহা (৪২) ও রিপন সাহা (৪৭)।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের থানায় হস্তান্তরের পর নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মো. শাহাদাত হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।