৭ দিনে ময়মনসিংহ হাসপাতালের করোনা ইউনিটে ২৮ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ২০ এপ্রিল ২০২১

লকডাউনের সাত দিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আটজন ও উপসর্গ নিয়ে ২০ জন মারা যান।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট এবং করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান।

তিনি বলেন, ‘প্রতিদিন হাসপাতালে করোনা আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর সংখ্যা বাড়ছে। গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। হাসপাতালে ১০টি আইসিইউ ছিল। তবে, রোগীদের সুচিকিৎসার কথা চিন্তা করে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে যোগাযোগ করে তিনটি বেড যুক্ত করার উদ্যোগ নেয়।’

ডা. মহিউদ্দিন খান আরও বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২১০টি সাধারণ বেড চিকিৎসাধীন আছেন ১২০ জন।’

জেলা সিভিল সার্জন সূত্র জানায়, ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৫১টি নমুনা পরীক্ষা করে আটজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে পাঁচজন, নান্দাইল, ভালুকা ও গফরগাঁওয়ে একজন করে শনাক্ত হয়েছেন। হোম আইসোলেশনে আছেন ৪৬৪ জন। এ ছাড়া জেলায় মোট করোনা আক্রান্ত ৫ হাজার ৪২৬ জন, সুস্থ ৪ হাজার ৮২৭ জন এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭ জন।

মঞ্জুরুল ইসলাম/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।