নৈশপ্রহরীকে হত্যা করে কুরিয়ার সার্ভিসে ডাকাতি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২৩ এপ্রিল ২০২১
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিলন মিয়া (৬০) নামে এক নৈশপ্রহরীকে হত্যা করে কুরিয়ার সার্ভিসের অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিদ্দিকুর রহমান (৬৪) নামে আরেক নৈশপ্রহরী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাত ৩টায় সিদ্ধিরগঞ্জের পাইনাদী ডরিক মাদানী টাওয়ারের ‘ইউএসবি’ নামক কুরিয়ার সার্ভিসের শাখায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ মিলন মিয়ার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে। নিহত মিলন মিয়া সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকার মাওলানা হানিফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

এ বিষয়ে ‘ইউএসবি’ কুরিয়ার সার্ভিস চিটাগাংরোড শাখার দায়িত্বরত কর্মকর্তা কোরবান আলী জানান, বৃহস্পতিবার আনুমানিক রাত ৩টার দিকে কয়েকজন অজ্ঞাত ডাকাত ডরিক মাদানী টাওয়ারে হানা দেয়। প্রথমে ডাকাতরা নৈশপ্রহরী মিলন মিয়া ও সিদ্দিকুর রহমানকে হাত, পা বেঁধে মেরে মার্কেটের ভেতরে গলির মধ্যে ফেলে রাখে।

পরে কুরিয়ার সার্ভিসের শাখায় রক্ষিত ১৫০টি ইজিবাইকের ব্যাটারি, ১টি ওভেনসহ ১৫/১৬ লাখ টাকার মালামাল লুট করে একটি পিকআপে করে নিয়ে চলে যায়।

এ সময় এশিয়া মটরস নামে পাশের একটি ব্যাটারিচালিত ইজিবাইকের দোকান থেকেও ডাকাতরা ৮টি ব্যাটারি ও ১৫টি চার্জার নিয়ে যায় বলেও জানান দোকান মালিক মিন্টু মিয়া।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জাগো নিউজকে জানান, ডরিক মাদানী টাওয়ারের নিচ তলায় পিকআপে কিছু লোকজন এসে এক নৈশপ্রহরীকে হত্যার পর কুরিয়ার সার্ভিসের দোকানের তালা কেটে মালামাল নিয়ে গেছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লুট হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এস কে শাওন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।