বাংলাদেশি নাগরিককে ভারতীয় বানিয়ে মামলা : সেই এসআইকে বদলি
বাংলাদেশি নাগরিককে ভারতীয় বানিয়ে মামলা দেয়ার অভিযোগে উপ-পরিদর্শক (এসআই) জিয়ারত আলীকে বদলি করা হয়েছে। তাকে সাতক্ষীরার কালিগঞ্জ থানা থেকে পাটকেলঘাটা থানায় বদলি করা হয়।
শনিবার (২৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ থানার অফিসার (ওসি) ইনচার্জ মো. দেলোয়ার হুসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসআই জিয়ারত আলী প্রায় তিন বছর কালিগঞ্জ থানায় দায়িত্ব পালন করছেন। এ সময় গ্রেফতার বাণিজ্য, উৎকোচ না পেয়ে ভয়ভীতি প্রদর্শন, জমিজায়গা নিয়ে অবৈধভাবে বিচারকাজ পরিচালনাসহ বিভিন্ন অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
সম্প্রতি শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা কমলেশ মন্ডলকে ভারতীয় নাগরিক বানিয়ে মামলা দিয়ে চালান করা হয়। কাঙ্ক্ষিত ঘুষ না পেয়ে কমলেশের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে বলে অভিযোগ করে তার পরিবার।
এ নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদ পরিবেশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে সাংবাদিক ও পত্রিকা সম্পর্কে জিয়ারত আলী বিরূপ মন্তব্য করেন যা নিয়ে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এদিকে, বিতর্কিত উপ-পরিদর্শক জিয়ারত আলীর বদলির খবরে ভুক্তভোগীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন সচেতন মহল।
আহসানুর রহমান রাজীব/এসজে/এমকেএইচ