শিমুলিয়া-বাংলাবাজারে বেড়েছে ফেরির সংখ্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০১:১২ পিএম, ২৫ এপ্রিল ২০২১

 

সর্বাত্মক লকডাউনের প্রথমদিন থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল সীমিত থাকলেও যাত্রী ও যানবাহনের চাপ বাড়ায় এ রুটে বাড়ানো হয়েছে ফেরির সংখ্যা।

রোববার সকাল থেকে এ নৌরুটে মোট ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে বলে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। এগুলোর মধ্যে ৩টি কে-টাইপ, ৩টি ডাম্প ফেরি ও বাকিগুলো ছোট ফেরি।

jagonews24

জানা যায়, গত ১৪ এপ্রিল সর্বাত্মক লকডাউন ঘোষণার পর থেকে নৌরুটে সীমিত পরিসরে ৪-৫টি ফেরি চলাচল করছিল। তবে আজ রোববার থেকে দোকান ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্তে গতকাল শনিবার (২৪ এপ্রিল) থেকে রাজধানী ঢাকার কর্মস্থলে ফিরতে শুরু করে মানুষ।

এতে এদিন থেকেই নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে থাকে। আজ রোববার দ্বিতীয় দিনেও সকাল থেকে জীবিকার তাগিদে কর্মস্থলে ফেরা মানুষের চাপ অব্যাহত রয়েছে। এতে বাড়তি যাত্রীর চাপে বাড়ানো হয়েছে ফেরির সংখ্যা।

jagonews24

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (ব্যাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, শিমুলিয়ায় ঘাটে গাড়ির চাপ না থাকলেও বাংলাবাজার ঘাটে গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় নৌরুটে ফেরির সংখ্যা বাড়ানো হয়েছে। একইসাথে ঢাকামুখী যাত্রীদেরও চাপ রয়েছে। তবে যাত্রী ও যানবাহনের চাপ কমে গেলে আবারও ফেরির সংখ্যা কমিয়ে সীমিত পরিসরে সচল রাখা হবে।

আরাফাত রায়হান সাকিব/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।