সিলেটে করোনায় আরও পাঁচজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২৬ এপ্রিল ২০২১

সিলেটে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না করোনায় মৃত্যু ও সংক্রমিত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন। একই সময়ে করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৮ জন। এরমধ্যে ৫৩ জনই সিলেটের। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৬৬ জন।

সোমবার (২৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নিহত পাঁচজনের মধ্যে সিলেট জেলার চারজন ও সুনামগঞ্জের একজন রয়েছেন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মারা গেছেন মোট ৩৩৭ জন। এরমধ্যে সিলেট জেলার ২৬৫ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারে ২৭ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের কোভিড-১৯ সংক্রান্ত প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৮৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এরমধ্যে সিলেট জেলার ৫৩ জন, সুনামগঞ্জের দুইজন, হবিগঞ্জের পাঁচজন, মৌলভীবাজারে ৯ জন ও সিলেট ওসমানী মেডিক্যালে আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়।

নতুন এ ৮৮ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৩২০ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ২ জন। এছাড়া সুনামগঞ্জে দুই হাজার ৭১৬ জন, হবিগঞ্জে দুই হাজার ৩২০ জন ও মৌলভীবাজারে দুই হাজার ২৮২ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬৬ জন। এরমধ্যে সিলেটের ১৩৬, সুনামগঞ্জের ১৯ জন ও মৌলভীবাজারের আরও ১১ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৬০৯ জন। এরমধ্যে সিলেট জেলার ১২ হাজার ১৩৫ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে দুই হাজার ৬০৪ জন, হবিগঞ্জে একহাজার ৭৭০ জন ও মৌলভীবাজারে দুইহাজার ১০০ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন করোনা আক্রান্ত রোগী। সবমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৬৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৪২ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১৩ জন, মৌলভীবাজারে ৭ জন।

ছামির মাহমুদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।