সাতক্ষীরা সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবির টহল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:১১ পিএম, ২৬ এপ্রিল ২০২১

সাতক্ষীরার ১৭০ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বাড়ানো হয়েছে পেট্রলিং ও চেকপোস্ট।

সোমবার (২৬ এপ্রিল) সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, সীমান্তে বিজিবির পেট্রলিং ও চেকপোস্ট বাড়ানো হয়েছে। অবৈধ যাতায়াত বন্ধে কঠোর অবস্থানে থাকবে বিজিবি সদস্যরা। সীমান্তে সুন্দরবন ও কিছু নদীর কারণে বিজিবিকে বেশ বেগ পেতে হয়। সেখানে যৌথ টহল চালু আছে। স্পিডবোটে নিয়মিত টহল চলছে।

করোনা ঠেকাতে গত বছরের এপ্রিল থেকে বন্ধ রয়েছে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট। সীমান্ত জেলা হওয়ায় এখান থেকে প্রতিনিয়ত চিকিৎসা, ব্যবসা, কেনাকাটা ও পর্যটনের জন্য প্রতিদিন কয়েক হাজার মানুষ ভারতে যাতায়াত করে। ভারতীয়রাও ব্যবসার অথবা আত্মীয়ের বাড়ি বেড়াতে আসেন।

ভোমরা ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা বিশ্বজিৎ সরকার জানান, সরকারি আদেশে গতবছরের এপ্রিল মাস থেকে ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট বন্ধ রয়েছে। এই রুট দিয়ে যাত্রী আসা যাওয়া বন্ধ। তবে পণ্যবাহী ট্রাক নিয়মিত প্রবেশ করছে।

আহসানুর রহমান রাজীব/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।