সাতক্ষীরায় বৃষ্টির জন্য নামাজের পর গ্রামবাসীর মোনাজাত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১০:৫৫ পিএম, ২৬ এপ্রিল ২০২১

অনাবৃষ্টি ও গ্রীষ্মের প্রচণ্ড গরমে নাকাল জনজীবন। এই অবস্থায় স্বস্তির জন্য বৃষ্টি কামনা করে নামাজ আদায় করেছেন গ্রামবাসী।

সোমবার (২৬ এপ্রিল) বিকেল চারটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের ছোট ভেটখালী ঈদগাহ জামে মসজিদের সামনে এই নামাজ আদায় করা হয়।

মাওলানা নুর আলমের পরিচালনায় এতে এলাকার শতাধিক মুসুল্লি অংশগ্রহণ করেন।

নামাজ শেষে মোনাজাত করা হয়। মোনাজাতে বৃষ্টি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন মুসুল্লিরা।

আহসানুর রহমান রাজীব/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।