শিমুলিয়াঘাটে যানবাহনের দীর্ঘ সারি, সচল সব ফেরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১১:৫০ এএম, ৩০ এপ্রিল ২০২১

মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে দক্ষিণবঙ্গগামী যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। গত কয়েকদিন দক্ষিণবঙ্গ থেকে ঢাকামুখী যাত্রী চাপ থাকলেও শুক্রবার (৩০ এপ্রিল) ভোর থেকে দক্ষিণবঙ্গগামী যানবাহনের সংখ্যা বেড়ে গেছে ঘাটে।

শুক্রবার সকাল থেকে ঘাটে চারশতাধিক ব্যক্তিগত গাড়ি ও দুইশতাধিক পণ্যবাহী বড় গাড়ি অবস্থান করছে বলে বিআইডাব্লিউটিসি সূত্রে জানা গেছে। আর এসব যানবাহন পারাপারে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের বহরে থাকা ১৬টি ফেরি বর্তমানে সচল রয়েছে।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, শুক্রবার ছুটির দিন হওয়ায় স্বাভাবিকের চেয়ে যানবাহনের চাপ বেড়েছে। তবে যাত্রী চাপ তেমনে বাড়েনি।

jagonews24

তিনি আরও বলেন, কেউ কেউ আবার ঈদকে কেন্দ্র করে আগেই বাড়ি ফিরছেন। এখন ছোটগাড়িগুলো পারাপার করা হচ্ছে শুধু। পর্যায়ক্রমে সকল গাড়িই পার করা হবে।

এদিকে লকডাউনে গণপরিবহন বন্ধ থাকার নির্দেশনায় নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে নিয়ম আমান্য করে বিচ্ছিন্নভাবে কিছু স্পিডবোট ও ট্রলার চলাচল করতে দেখা গেছে।

আরাফাত রায়হান সাকিব/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।