মুন্সিগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ০১ মে ২০২১
ফাইল ছবি

মুন্সিগঞ্জে নিখোঁজের দুইদিন পর আবু রায়হান (১৫) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ মে) বেলা সাড়ে ১১ টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার মান্দ্রা গ্রামের ঈদগাহের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবু রায়হান সদর উপজেলার ধলাগাঁও এলাকার নজরুল ইসলামের ছেলে। সে পেশায় একজন অটোচালক। মরদেহ উদ্ধারের সময় কিশোরের গলায় ধারালো বটি বিদ্ধ ছিল।

এর আগে গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে রায়হান নিখোঁজ ছিল রায়হান।

পুলিশ জানিয়েছে, শনিবার সকালে মান্দ্রা গ্রামের ঈদগাহের পাশে খনন কাজ চলা পুকুরের পাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

টঙ্গিবাড়ী থানা পুলিশের এসআই টুটুল জানান, ধারণা করা হচ্ছে- অন্য কোথাও খুন করে তাকে এখানে ফেলে রেখে গেছে দূর্বত্তরা। মরদেহের গলাকাটা থাকলেও আশপাশে তেমন রক্ত দেখা যায়নি। তবে রাতে বৃষ্টিতে ধুয়েও যেতে পারে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

আরাফাত রায়হান সাকিব/এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।