নাটোরে ট্রাকচাপায় ভ্যানযাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১১:৩৫ এএম, ০২ মে ২০২১
ফাইল ছবি

নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় আবু হানিফ (৩৬) নামের ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন।

রোববার (২ মে) সকালে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আহম্মেদপুর এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু হানিফ সদর উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের গোলাপ প্রামাণিকের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আহম্মেদপুর এলাকায় টিউবয়েল বসানোর জন্য আবু হানিফসহ পাঁচজন যাচ্ছিলেন। পথে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝে চলে আসে। এসময় একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবু হানিফ নিহত হন। এছাড়া চালকসহ চারজন আহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।

রেজাউল করিম রেজা/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।