নাটোরে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় তরমুজ বিক্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ০২ মে ২০২১

রমজান মাসে ক্রেতাদের কাছে সুলভ মূল্যে তরমুজ বিক্রির উদ্যোগ নিয়েছে নাটোরের জেলা প্রশাসন। বড় সাইজের (৬-১২ কেজি) তরমুজ ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

রোববার (২ মে) সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে তরমুজ বিক্রির উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। উদ্বোধনের পরপরই তরমুজ কিনতে মানুষের ভিড় দেখা যায়। দুপুরেও দেখা যায় লাইন দিয়ে মানুষ তরমুজ কিনছেন।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন- নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি।

jagonews24

এ সময় বক্তারা বলেন, কৃষকদের কাছ থেকে সরাসরি তরমুজ কিনে প্রশাসনের পক্ষ থেকেই তরমুজ বিক্রি করা হচ্ছে।

উল্লেখ্য, পুলিশ সুপারের বেধে দেয়া দাম অনুযায়ী ৬ কেজির উপরে তরমুজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিন্তু আজ থেকে ক্রেতারা জেলা প্রশাসনের এই তরমুজ বিক্রির বিপণন কেন্দ্রে ৬ কেজি থেকে ১২ কেজি ওজনের তরমুজ ৪০ টাকা কেজি দরে কেনা যাবে। তরমুজ বিক্রি তদারকি করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন।

রেজাউল করিম রেজা/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।