নাটোরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নাটোরে ১৪৪ পিস ইয়বাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। রোববার (২ মে) দুপুরে শহরের কানাইখালী (দক্ষিণ পটুয়াপাড়া) এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ওই এলাকার মৃত গাফফারের ছেলে শাহীন হোসেন (৩২) ও তার স্ত্রী ফারজানা আক্তার সাথী (২৬)। এসময় তাদের বহনকারী মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় ১৪৪ পিস ইয়াবাসহ শাহীন ও সাথীকে আটক করা হয়। এ বিষয়ে নাটোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রেজাউল করিম রেজা/আরএইচ/এমকেএইচ