টঙ্গী প্রেস ক্লাবে অগ্নিকাণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:০৮ পিএম, ০৩ মে ২০২১

টঙ্গী প্রেস ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। টঙ্গী ফায়ার সার্ভিস প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রেস ক্লাবের দু’টি এসি, কম্পিউটার সরঞ্জামিসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানায় পুলিশ।

সোমবার (৩ মে) সকাল ৯টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

jagonews24

টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার বিষয়টি নিশ্চত করেছেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন বলেন, টঙ্গী প্রেস ক্লাবের ওপর দিকে ডেসকোর বিদ্যুতের লাইন ছিল। এ বিদ্যুতের লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ঘটনার পর পরই দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে বিদ্যুতের লাইন সচল থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়।

jagonews24

তিনি আরো জানান, পরে ডেসকো থেকে লোক এসে বিদ্যুৎ সরবরাহের লাইন বন্ধ করলে আগুন নিয়ন্ত্রণে আসে।

আমিনুল ইসলাম/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।