করোনায় সিলেটে আরও ৬ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ০৩ মে ২০২১

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মারা গেলেন মোট ৩৫৬ জন। একই সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬২ জন। তবে গত ২৪ ঘণ্টায় সিলেটের করোনা আইসোলেশন সেন্টার ও বাড়িতে চিকিৎসা নিয়ে আরও ১২৩ জন রোগী সুস্থ হয়েছেন।

সোমবার (৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে আরও বলা হয়েছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৭৮২ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৩ হাজার ৩৫৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৩৮ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৩৭২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩১৯ জন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া ৬২ জন করোনা আক্রান্ত রোগীর ৪৭ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগের সুনামগঞ্জে ৪ জন ও হবিগঞ্জে ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ১২৩ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। যাদের মধ্যে ১১১ জন সিলেট জেলার ও হবিগঞ্জ জেলার ১২ জন বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৯ হাজার ৪০৯ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১২ হাজার ৭৯০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬২৭ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৮২০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১৬৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৬ জন রোগী। তাদের সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মোট মারা গেছেনে ৩৫৬ জন। এর মধ্যে সিলেট জেলার ২৮৩ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ২৮ জন।

বর্তমানে বিভাগের চার জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে ২২২ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। যাদের ২০৩ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া সুনামগঞ্জে তিনজন, হবিগঞ্জে ১০ জন ও ৬ জন মৌলভীবাজারে চিকিৎসা নিচ্ছেন।

ছামির মাহমুদ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।