শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক, কমেছে দুর্ভোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১১:৫৯ এএম, ১১ মে ২০২১

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (১১ মে) সকাল থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ১৫টি ফেরি যাত্রী ও যানবাহন পারাপার করছে।

এতে ঘাটে যাত্রীদের আনাগোনা অব্যাহত থাকলেও যাত্রীদের আর দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে না, কমেছে ভোগান্তি। এদিকে ঘাটের প্রবেশমুখগুলোতে বিভিন্ন পয়েন্টে আজও পুলিশ, বিজিবির চেকপোস্ট রয়েছে। এসব চেকপোস্ট থেকে ব্যক্তিগত গাড়ি ঘাটে ঢুকতে দেয়া হচ্ছে না। ফলে হেঁটেই যাত্রীদেরকে ঘাটে যেতে দেখা গেছে।

jagonews24

এদিনও সকাল থেকেই ঘাটে জড়ো হতে শুরু করেন দক্ষিণবঙ্গের ঈদযাত্রীরা। চলাচল স্বাভাবিক হওয়ায় পন্টুনে নোঙর করার সঙ্গে সঙ্গে যাত্রীরা উঠে পড়ছেন ফেরিতে। তবে গত শুক্রবার থেকে টানা তিনদিনের মতো মাত্রাতিরিক্ত ভিড় আর নেই। সহজেই ওঠা যাচ্ছিল ফেরিতে। একই সঙ্গে ঘাটে অপেক্ষমাণ পণ্যবাহী যানবাহনও এসব ফেরিতে পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের টার্মিনাল ইনচার্জ আল ফয়সাল জানান, নৌরুটের বহরে থেকে থাকা ১৭টি ফেরির মধ্যে বর্তমানে ১৫টি ফেরি চলাচল করছে। সকাল থেকে শিমুলিয়া ঘাট থেকে ১৯টি ফেরির ট্রিপ হয়েছে।

jagonews24

যাত্রী ভোগান্তি লাঘব ও পণ্যবাহী যানবাহন পারাপারে সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করার ঘোষণা দেয় বিআইডাব্লিউটিসি।

আরাফাত রায়হান সাকিব/এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।