সিলেটে ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ ৬ মার্কেটে অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ৩১ মে ২০২১

সিলেটে ভূমিকম্পনের পর উচ্চ ঝুঁকিতে থাকা ছয়টি মার্কেট বন্ধ করে দেয়া হয়েছে। সোমবার (৩১ মে) সকাল থেকে আগামী ৯ জুন পর্যন্ত এ সকল মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে।

মার্কেটগুলো হলো- সিলেট নগরের জিন্দাবাজরের মিতালি ম্যানশন, বন্দরবাজারের সিটি সুপার মার্কেট, মধুবন সুপার মার্কেট, সুরমা মার্কেট, সমবায় ভবন ও জল্লারপারে রাজা ম্যানশন। এই ছয়টি মার্কেট আগে থেকেই ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় ছিল বলে জানিয়েছে সিটি করপোরেশন।

jagonews24

এছাড়া অতিঝুঁকিতে থাকা জিন্দাবাজারের একটি দোকান স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি নগরের পনিটুলা এলাকায় সামান্য হেলে থাকা ভবনের বাসিন্দাদেরও ১০ দিনের জন্য অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে।

এদিকে সোমবার বিকেলে ভূমিকম্প পরিস্থিতি মোকাবেলায় সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে বন্ধ ঘোষিত ছয়মার্কেটে অভিযান চালান সিলেট সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।

jagonews24

এর আগে শনিবার (২৯ মে) চারবার ও রোববার ভোরে আরও একবার ভূ-কম্পনের পর সিলেটে ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো পরিদর্শন করে ব্যবসায়ীদের আগামী ১০ দিন বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিলেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

উল্লেখ্য, ২০০৫ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা নগরের ৩৫টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিলেন। পরে সেগুলোর মধ্যে কয়েকটি ভবন ভেঙে ফেলা হয়। এরপর ২০১৯ সালে নতুন করে সার্ভে করে নগরের ২৩টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।

ছামির মাহমুদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।