বেনাপোলে অস্ত্র-গুলিসহ দুই যুবক গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ০৩ জুন ২০২১

যশোরের বেনাপোল এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২ জুন) রাতে পোর্ট থানার খলসি এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা হলেন- শংকর কুমার (২৭) ও আজিম শেখ (২০)। শংকর কুমার স্থানীয় পুটখালি গ্রামের শ্রী কানাই সরকারের ছেলে ও আজিম শেখ একই গ্রামের সাজ্জত আলীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) সোমেন দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় দুই যুবককে গ্রেফতার করে দেহ তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।