করোনা শনাক্তে রাজশাহীর ৫ পয়েন্টে অ্যান্টিজেন টেস্ট শুরু
করোনাভাইরাস শনাক্তে রাজশাহীর পাঁচটি পয়েন্টে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে।
রোববার (৬ জুন) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল হক এ তথ্য নিশ্চিত করেন।
পয়েন্ট গুলো হচ্ছে- হড়্গ্রাম বাজার, সিঅ্যান্ডবি মোড়, লক্ষ্মীপুর মোড়, জিরো পয়েন্ট ও তালাইমারী এলাকায়।
মো. শরিফুল হক বলেন, উদ্বেগজনক হারে করোনা বৃদ্ধির কারণে করোনা শনাক্তের বুথ বাড়ানো হয়েছে। স্পটে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্যাম্পল কালেকশন করা হবে। এতে করে রাজশাহীতে করোনার সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে।
তিনি বলেন, প্রথম দিনে পাঁচটি পয়েন্ট থেকে প্রায় ৫০০ থেকে এক হাজার স্যাম্পল কালেকশন করার লক্ষ্যমাত্রা রয়েছে। এই টেস্ট ধারাবাহিকভাবে কয়েকদিন চালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে।
রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, রাজশাহীতে করোনা পরিস্থিতি সম্পর্কে জানার জন্য এ কার্যক্রম। র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে একটি ফলাফল পেলে রাজশাহীতে স্বাস্থ্য বিষয়ক, বিশেষ করে করোনা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে।
ফয়সাল আহমেদ/আরএইচ/জেআইএম