বেনাপোল বন্দরে দাহ্য পদার্থবাহী ট্রাকে আগুন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ১০:০৬ পিএম, ০৭ জুন ২০২১

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত দাহ্য পদার্থ ব্লিচিং পাউডারবোঝাই ভারতীয় একটি ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পণ্যসহ গাড়িটি পুড়ে ভস্মিভূত হয়েছে। ট্রাকে ২৫ টন ব্লিচিং পাউডার ছিল।

সোমবার (৭ জুন) সন্ধ্যায় বন্দরের ৩২নং শেডের সামনে মেইন রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বন্দর ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বন্দরের ৩২নং শেডের সামনে মেইন রোডে আনলোডের অপেক্ষায় ছিল ব্লিচিং পাউডারবোঝাই ট্রাকটি। এসময় হঠাৎ ট্রাকটিতে আগুন ধরে গেলে অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃষ্টির মধ্যেও আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে বেনাপোল ফায়ার সার্ভিস ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভারতীয় ট্রাকটি বন্দরের বাইরে থাকায় আরও একটি ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল বেনাপোল বন্দর।

ব্লিচিং পাউডার দাহ্যপদার্থ। এতে পানি লাগলে আগুন ধরে যায়। এর আগেও লিংক রোডে কয়েকটি ব্লিচিং পাউডারবোঝাই ভারতীয় ট্রাকে আগুন লেগে পণ্যসহ ট্রাকগুলো ভস্মিভূত হয়েছে। তারপরও বন্দর কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ।

Bena-(2).jpg

আগুনে ভস্মিভূত পণ্যচালানটির আমদানিকারক ও রফতানিকারকের নাম জানা না গেলেও আল-মুদারিপ নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো শাখা থেকে কাগজপত্র গ্রহণ করে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের কার্গোবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, সন্ধ্যা ৭টার সময় প্রবল ঝড়বৃষ্টির মধ্যে ২৫ টন ব্লিচিং পাউডারবোঝাই পণ্যবাহী ট্রাকটিতে আগুন ধরে যায়। বৃষ্টির কারণে আগুনের সূত্রপাত বলে তিনি মন্তব্য করেন।

বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সুমন হোসেন বলেন, কী কারণে আগুন লেগেছে তা এখন বলা সম্ভব হচ্ছে না।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তারপর প্রকৃত কারণ জানা যাবে।

জামাল হোসেন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।