খুলনায় ২২ জুন শুরু ৭ দিনের লকডাউন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০২:১৫ পিএম, ১৯ জুন ২০২১
ফাইল ছবি

করোনায় মৃত্যু আর আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আগামী মঙ্গলবার থেকে সাতদিন খুলনা মহানগর ও জেলায় কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টায় খুলনা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

জানা যায়, খুলনায় করোনার সংক্রমণ ও মৃত্যুহার আশঙ্কাজনক বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল রোববার (২০ জুন) ও সোমবার (২১ জুন) আগের দেয়া বিধিনিষেধ অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেছেন, কঠোর লকডাউন চলাকালে খুলনা মহানগর ও জেলায় গণপরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। শুধু ওষুধ ও জরুরি কাঁচামাল ব্যতীত সকল দোকানপাট এবং ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসন, পুলিশ, র‍্যাব, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা একত্রে কাজ করবেন।

আলমগীর হান্নান/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।