খুমেক ল্যাবে আরও ১৭৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১১:১৬ পিএম, ২১ জুন ২০২১
ছবি: সংগৃহীত

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩৭৬টি নমুনা পরীক্ষায় ১৭৭ জনের করোনাভাইরাস পজিটিভি রিপোর্ট এসেছে। তাদের মধ্যে খুলনা মহানগর ও জেলার বাসিন্দা ১৫১ জন।

সোমবার (২১ জুন) রাতে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, খুমেকের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৭৭ জনের রিপোর্ট পজিটিভ আসে। নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ৪৭ শতাংশের বেশি। আর নতুন শনাক্তদের ১৫১ জন খুলনা জেলার বাসিন্দা।

‘এছাড়া বাগেরহাটের ১১ জন, যশোরের পাঁচজন, সাতক্ষীরার তিনজন, নড়াইল, কুমিল্লা ও টাঙ্গাইলে একজন করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন’ বলে জানান খুমেক উপাধ্যক্ষ।

আলমগীর হান্নান/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।