ঝিকরগাছায় এক সপ্তাহে করোনায় ৮ মৃত্যু
যশোরের ঝিকরগাছায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫ জন নারী। অন্য তিনজনের মধ্যে একজন পল্লী চিকিৎসক ছিলেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে আরও দুইজন নারীর মৃত্যু হয়েছে। এতে উপজেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মৃতরা হলেন- উপজেলার বাঁকড়ার মুকন্দপুর নতুন বাজারের পল্লী চিকিৎসক আব্দুর রাজ্জাক (৬০), মালিপাড়ার আব্দুর সামাদের স্ত্রী বানু বেগম (৬৫), দাসপাড়ার মৃত মোসলেমের স্ত্রী ফতেমা বেগম (৫৫), ভ্যানচালক আকবর হোসেন (৫৫), মাঠপাড়ায় তাজেল উদ্দীন পাগল (৭০), গাজীপাড়ার নূহুর স্ত্রী নাছিমা বেগম (৪০), হাজিরবাগ ইউনিয়নের বিষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনিরুজ্জামানের স্ত্রী মিলা বেগম (২৬) ও বাঁকড়া গাজীপাড়ার নুর মোহাম্মদের স্ত্রী সালেহা বেগম (৬৫)।
মৃতদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রথমে তাদের হালকা জ্বর হয়। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে অনেকের জ্বর কমলেও কারো কারো শ্বাসকষ্ট হচ্ছে। যারা শ্বাসকষ্টে ভুগছেন, তাদের অধিকাংশই মারা যাচ্ছেন। বিশেষ করে বয়স্করা শ্বাসকষ্টে বেশি মারা যাচ্ছেন।
মো. জামাল হোসেন/এএএইচ