কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালে একশ অক্সিজেন সিলিন্ডার দিলেন হানিফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৯:৪০ এএম, ২২ জুন ২০২১
ফাইল ছবি

কুষ্টিয়ায় হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। হাসপাতালে রোগী ভর্তির চাপও বাড়ছে। এতে হাসপাতালে অক্সিজেনের সংকট দেখা দিচ্ছে। এ অবস্থায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে ১০০টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন।

তার পক্ষে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ট্রেজারার অজয় সুরেকা সোমবার হাসপাতাল কর্তৃপক্ষের হাতে এ সিলিন্ডার তুলে দেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার এ বিষয়ে বলেন, রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে যেন অক্সিজেনের সংকট দেখা না দেয় সেজন্য মাহবুব উল আলম হানিফ রোববার ৫০টি এবং সোমবার ৫০টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন।

তিনি আরও জানান, এর আগে গত বছরের মে-জুন মাসে তিনি হাসপাতালকে ৩টি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন উপহার দিয়েছিলেন।

এ ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, কুষ্টিয়া জেলার করোনা পরিস্থিতি মোকাবিলায় তার সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে। জেলার সার্বিক উন্নয়নসহ যেকোনো ধরনের সমস্যা মোকাবিলায় তার দুয়ার সবার জন্য উন্মুক্ত। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে এই করোনা দুর্যোগ মোকাবিলায় সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।

আল-মামুন সাগর/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।