সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আটজন উপসর্গ ও একজন করোনায় আক্রান্ত ছিলেন।
মঙ্গলবার (২২ জুন) সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, একই সময়ে জেলায় নতুন করে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার দুইজনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৮২ জন।
ডা. জয়ন্ত কুমার সরকার জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছয়জন ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন একজনকে খুলনায় পাঠানোর পর সেখানে মৃত্যু হয়েছে।
আহসানুর রহমান রাজীব/এএইচ/জিকেএস